মোঃ সাখাওয়াত ( শিবপুর প্রতিনিধি ) :করোনায় আতংকে না থাকার জন্য ০৫নং ওয়ার্ডে সকল লোকজন দের মাঝে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মেম্বার মোঃ জহিরুল হক ভূইয়া ( প্যানেল চেয়ারম্যান), এলাকার মুরুব্বি, যুবসমাজ এদের নেতৃত্বে, মেম্বার ও স্থানীয় কিছু নেতৃবৃন্দের সহায়তা ৫-৭ জন লোক নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে জনগনের দোড়গোরায়।
এলাকার লোকজনদের মাঝে জনসচেতনায় লক্ষ্যে, এলাকার মধ্যে মাস্ক বিতরণকরা, লোকজনদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা, গন জমায়েত না হওয়া, প্রত্যেক লোকজনকে নিজ নিজ ঘরে অবস্থান করা, জরুরি প্রয়োজন ব্যতিত বাড়ির বাহিরে বের না হওয়া জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এলাকার মধ্যে সকল শ্রেনীর লোকদের মাঝে, এমনকি যারা কর্মজীবী লোকজনদের মাঝে যারা খেটে খাওয়া মানুষ, ড্রাইভার, নিম্ন আয়ের লোক দের কে ত্রানের সহায়তা দেওয়ার কথা বলেন।
এলাকার এর মধ্যে বিভিন্ন দোকানপাঠ বন্ধ করে দেওয়া, এলাকায় নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা, বিদেশ ফেরত লোকদের কে চিহ্নিতকরে এদেরকে ১৪ দিন হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা এদের সার্বক্ষণিক খোজখবর রাখা।