জাহিদুল ইসলাম (গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি): রাজশাহীর গোদাগাড়ীতে ব্লাড পেসার নির্নয়, রক্তদান কর্মসূচী ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ ১২ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পযন্ত জাহানাবাদ নতুন পাড়া জামে মসজিদ প্রাঙ্গর্নে সেবা পরিবার রাজশাহী কতৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং, পেসার নির্নয় ও ডোনেশান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এখানে ৫০০ জনের ও বেশি মানুষের ব্লাড গ্রুপিং ও পেসার নির্নয় সম্পূর্ণ করা হয়েছে এবং তিন জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা পরিবার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম, নিউ সেফ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম,নাজমুল, সুভাস,আখি, সালমা,তামান্না,শুভ,রাসেল ছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতাঃ নর্থ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টার ও এলাকাবাসি