জাহিদুল ইসলাম (গোদাগাড়ী প্রতিনিধি): রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশের ২৩ পৌরসভার পানি সরবারাহ ও স্যানিটেশন প্রকল্প ( জিওবি-আইডিবি) এর আওতায় পৌরসভায় পানি সরবারাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টার দিকে গোদাগাড়ী শহিদ ফিরোজ চত্ত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের গোদাগাড়ী- তানোরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ। আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ রোকনুজ্জামান নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহী।
উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা- কর্মীরা।