জান্নাতুল ফেরদাউস (নোবিপ্রবি সংবাদদাতা): দীর্ঘ ৭৬ দিন পর ক্লাসে ফিরছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকরা। আজ ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে অনলাইনে সব বিভাগের ক্লাস শুরু হবে। তবে পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে নেওয়া হবে বলে জানা গেছে।
মঙ্গলবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে অতি দ্রুত নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। সেই প্রেক্ষিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে শিক্ষক সমিতি ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।