নিজস্ব প্রতিবেদক: বেসরকারিভাবে করোনা টিকাসহ যেকোনো টিকা আমদানিতে অগ্রিম আয়কর বা এনআইটি প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এনআইটি প্রত্যাহারের ফলে এখন থেকে করোনাসহ যে কোনো টিকা আমদানি পর্যায়ে অগ্রিম কর পরিশোধ করতে হবে না। এর আগে টিকা আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধের নিয়ম ছিল।
চলমান করোনা টিকাদান কার্যক্রম দেশের মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টিকাগ্রহণ করছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ।